নভেম্বরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩২ পিএম
নভেম্বরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ডলার

চলতি মাসের প্রথম ১৮ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স হয়েছে ১৯০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। এ হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের একই সময়ে একই সময়ে দেশে এসেছে ১৪৫ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া ১৮ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০ কোটি ৯০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ১৫ দশমিক ৯০ শতাংশ বৃদ্ধি।

অর্থবছরের পূর্ববর্তী মাসগুলোর রেমিট্যান্সের হিসাব বলছে, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যথাক্রমে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ও ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার এসেছে। জুলাই ও আগস্টে যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ ও ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। বিশেষজ্ঞদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও ভোক্তাসামর্থ্যের জন্য ইতিবাচক সংকেত বহন করছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “প্রবাসীদের অব্যাহত পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনার পাশাপাশি বিনিয়োগ ও ব্যয় বাড়াতে সহায়তা করছে। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।”

গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের জন্য রেকর্ড হিসেবে বিবেচিত।

আপনার জেলার সংবাদ পড়তে