মুন্সীগঞ্জের নবাগত জেলা প্রশাসককের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:৪৬ পিএম
মুন্সীগঞ্জের নবাগত জেলা প্রশাসককের সঙ্গে সাংবাদিকদের  সঙ্গে মতবিনিময় সভা

মুন্সীগঞ্জের নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সঙ্গে জেলায় কর্মরত  বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মুছাব্বেরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসটি)মো: মাহমুদুর রহমান খোন্দকার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)শরীফ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিরা মুন্সীগঞ্জ-ঢাকা যোগাযোগ দূরবস্থা জেলার সার্বিক চিকিৎসা সেবার বঞ্চনা,মুন্সীগঞ্জ ও মিরকাদিম পৌরসভা সড়কের বেহাল দশা,ভূমি দস্যুদের দ্বারা খাল-বিল ভরাট,চরাঞ্চলের টপ সয়েল লুট সহ বিভিন্ন বিষয়ে  তথ্য-উপাত্ত তুলে ধরে প্রতিকার প্রত্যাশা করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ ভাবে আয়োজন,জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত সৈয়দা নুরমহল আশরাফী জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এর স্থলাভিষিক্ত হলেন।এর আগে নবাগত জেলা প্রশাসক পরিকল্পনা কমিশনের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।নবাগত জেলাপ্রশাসক ইতিপূর্বে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় সহকারী কমিশনার(ভ’মি) হিসেবে কর্মরত ছিলেন।সভায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব এবং সাংবাদিক ইউনিয়নের ৬০ জনের অধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে