প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের ১০০ টেস্ট খেলার মাইলফলক অর্জনকে অবিশ্বাস্য অর্জন বলে আখ্যায়িত করেছেন রিকি পন্টিং। অস্ট্রেলীয় এই গ্রেট মনে করেন, সময়ের সাথে মুশফিক নিজেকে আরও শাণিত করে তুলেছেন। হাই কোয়ালিটি ক্রিকেটার হিসেবেও মুশফিককে অভিহিত করেছেন তিনি। আইসিসি রিভিউয়ের পডকাস্টে পন্টিং বলেন, ‘এটা অবিশ্বাস্য অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট। আমি সবসময়ই বলি, হাই কোয়ালিটি ক্রিকেটারদের আমি বিচার করি তারা কত দীর্ঘ সময় ধরে উঁচু পর্যায়ে খেলছে এবং পারফর্ম করছে তার ওপর।’ এত বেশি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা ক্রিকেটারদের আরও শাণিত করে বলে মনে করেন অস্ট্রেলিয়ার হয়ে ১৬৮ টেস্ট, ৩৭৫ ওয়ানডে খেলা এই ক্রিকেটার। পন্টিং বলেন, ‘আপনি যখন ৭০, ৮০, ৯০ ম্যাচ খেলে ফেলবেন তখন আপনি ভালো খেলার উপায়টা পেয়ে যান এবং আরও ভালো করতে থাকেন। কাজটা সহজ নয় মোটেও। ক্যারিয়ারের শেষদিকে চলে আসার পর।’ মুশফিককে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে তিনি আরও বলেছেন, ‘এটা দুর্দান্ত অর্জন। মুশফিককে আমি তার শততম টেস্টে শুভকামনা জানাই। আশা করি ওর ক্যারিয়ারের অন্যতম গ্রেট টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে।’