দরজায় কড়া নাড়ছে অ্যাশেজ। পার্থে সিরিজের প্রথম টেস্টের বেশ আগেভাগেই নিজেদের রীতি মেনে দল দিয়ে দিয়েছে ইংল্যান্ড। তবে এবার একাদশ নয়, ইংল্যান্ড প্রকাশ করেছে দ্বাদশ। দ্বাদশে শোয়েব বশির এবং মার্ক উড দুজনকেই রেখেছে ইংল্যান্ড। মূল একাদশে এদের মধ্যে একজনের বেশি সুযোগ পাওয়ার কথা নয়। এছাড়া বাকি জায়গাতে চেনা মুখদের নিয়েই একাদশ সাজিয়েছে ইংল্যান্ড। ওপেনিংয়ে জ্যাক ক্রোলির সাথে বেন ডাকেট, মাঝে জো রুটের সাথে দলের হাল ধরবেন ফর্মের তুঙ্গে থাকা হ্যারি ব্রুক। ছয়ে আছেন অধিনায়ক বেন স্টোকস। উইকেটরক্ষক ব্যাটারের দায়িত্বে আছেন জেমি স্মিথ। বোলিং ইউনিটে দ্বাদশে চার পেসারের সাথে এক স্পিনার রেখেছে ইংল্যান্ড। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার শোয়েব বশির। চার পেসার-গাস অ্যাটকিনসন, জফরা আর্চার, ব্রাইডন কার্স এবং মার্ক উড। চোট শঙ্কায় থাকলেও উডকে নিয়ে শঙ্কা কেটে গিয়েছিল আগেই। পুরো ফিট হওয়ায় পার্থ টেস্টের একাদশের দৌড়েও আছেন তিনি। দ্বাদশে রাখা হয়েছে উডকে। অ্যাশেজের ছাইদানির ট্রফিটা আছে অস্ট্রেলিয়ার দখলেই। ২০২৩ সালে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ হয়েছিল ২-২ ব্যবধানে ড্র। যদিও প্রথম দুই ম্যাচে হারার পর সিরিজের বাকি অংশে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। এবার অস্ট্রেলিয়ার মাটিতে ফিরতি অ্যাশেজ। ইংলিশদের লক্ষ্য নিশ্চিতভাবেই ছাইদানি পুনরুদ্ধার। বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাককালামের বাজবল ক্রিকেটের যুগের পর এটি দ্বিতীয় অ্যাশেজ। আগামী ২১ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে শুরু হবে খেলা।
ইংল্যান্ড দল-
বেন ডাকেট, জ্যাক ক্রোলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জফরা আর্চার, শোয়েব বশির, মার্ক উড।