ঘাম ঝরিয়ে জিম্বাবুয়ের সাথে জয় পেলো পাকিস্তান

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:৪৭ পিএম
ঘাম ঝরিয়ে জিম্বাবুয়ের সাথে জয় পেলো পাকিস্তান

ঘরের মাঠে খেলা, দুই দলের শক্তিমত্তার পার্থক্যও স্পষ্ট। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিতে ঘামই ঝরাতে হলো পাকিস্তানকে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা জিতেছে ৫ উইকেটে, ৪ বল হাতে রেখে। টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান জড়ো করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান আসে ব্রায়ান বেনেটের ব্যাট থেকে। ৩৬ বল মোকাবেলায় ৮টি চার হাঁকান তিনি। এছাড়া অধিনায়ক সিকান্দার রাজা ২৪ বলে ৩৪ রান করে ছিলেন অপরাজিত। ২২ বলে ৩০ রান করেন ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। যিনি বেনেটের সাথে উদ্বোধনী জুটিতে মাত্র ৮ ওভারেই স্কোরবোর্ডে এনে দিয়েছিলেন ৭২ রান। পাকিস্তানকে ম্যাচে ফেরানোর পেছনে বড় অবদান জোড়া উইকেট পাওয়া মোহাম্মদ নওয়াজের, যিনি অবদান রেখেছেন ব্যাট হাতেও। পাকিস্তান চাপে পড়ে গিয়েছিল শুরুতেই। পাওয়ারপ্লেতে দলীয় ৩০ রানের মধ্যেই বিদায় নেন শাহিবজাদা ফারহান, বাবর আজম ও সালমান আলী আঘা। সাইম আইয়ুব ২৬ বলে করেন ২২ রান, থিতু হলেও কার্যকরী ইনিংস খেলতে পারেননি। ফখর জামান ৩২ বলে গড়া ৪৪ রানের ইনিংসে দলীয় ইনিংস মেরামত করেন। ১১৫ রানে ফখর বিদায় নিলে উসমান খান ও নওয়াজের সাহসী ব্যাটিং পাকিস্তানকে জয়ের বন্দরে ভেড়ায়। উসমান ২৮ বলে ৩৭ ও ম্যাচসেরা নওয়াজ ১২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।