বগুড়ার গাবতলী উৎসব মুখর পরিবেশে আকবর আলী ওয়াকফ এস্টেটের ধানকাটা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) মোতাওয়াল্লী মামুনুর রশিদ খানের উপস্থিতিতে বর্গাচাষী সহ এই ধান কাটায় এলাকার কয়েকশত শ্রমজীবী মানুষ অংশ নেয়।
উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ী পাঁচকাউনিয়া এলাকায় অবস্থিত আকবর আলী এস্টেটের আওতায় বর্গাচাষী,পানিসেচ মেশিন মলিকের অংশ সুষ্ঠু, সুন্দর ও সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন মোতওয়াল্লী মামুনুর রশিদ খান। এসময় উপস্থিত দলিলের পক্ষ মোঃ আবু সাঈদ প্রামানিক, হারুনুর রশিদ হাসান, বর্গাচাষী ও এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন, সাঈদ জামান, ইয়াকুব আলী, সাদেকুল, মিস্টার, মহিদুল ইসলাম, আনার, লিটন, মিঠু মন্ডল, তাজুল ইসলাম প্রমুখ।