গাবতলীতে উৎসব মুখর ‎পরিবেশে ধানকর্তন

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:৪৯ পিএম
গাবতলীতে উৎসব মুখর ‎পরিবেশে ধানকর্তন

‎বগুড়ার গাবতলী উৎসব মুখর পরিবেশে ‎আকবর আলী ওয়াকফ এস্টেটের ধানকাটা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) মোতাওয়াল্লী মামুনুর রশিদ খানের উপস্থিতিতে বর্গাচাষী সহ এই ধান কাটায় এলাকার কয়েকশত শ্রমজীবী মানুষ অংশ নেয়।

‎উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ী পাঁচকাউনিয়া এলাকায় অবস্থিত আকবর আলী এস্টেটের আওতায় বর্গাচাষী,‌পানিসেচ মেশিন মলিকের অংশ সুষ্ঠু, সুন্দর ও সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন মোতওয়াল্লী মামুনুর রশিদ খান। ‎এসময় উপস্থিত দলিলের  পক্ষ মোঃ আবু সাঈদ প্রামানিক, হারুনুর রশিদ হাসান, বর্গাচাষী ও এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন, সাঈদ জামান, ইয়াকুব আলী, সাদেকুল, মিস্টার, মহিদুল ইসলাম, আনার, লিটন, মিঠু মন্ডল, তাজুল ইসলাম‌ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে