শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চাননি: ফারুক

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:০৮ পিএম
শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চাননি: ফারুক

শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার জন্য বলে মন্তব্য করেছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি আরো বলেন মুক্তিযোদ্ধারা কোন দলের নয়,তারা জাতির শ্রেষ্ঠ্র সন্তান বীরমুক্তিযোদ্ধা। বক্তারা আরো বলেন ২৫ মার্চে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা ঘোষনা দেওয়ার জন্য তার নিকট তাজ উদ্দিন আহম্মদ, ড.কামাল,ব্যারিষ্ঠার আমিরুল ইসলাম  টেপরেকর্ডার নিয়ে গেলে তিনি স্বাধীনতা ঘোষনা দিতে অস্বীকৃতি জানিয়ে নেতাদের চলে জেতে বাদ্য করেন। স্বাধীনতা ঘোষনা করেন জিয়াউর রহমান।

           বুধবার (১৯ নভেম্বর) নোয়াখালীর সেনবাগ মুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সেনবাগ উপজেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে সকালে সেনবাগ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আবদুল আজিম চৌধুরীর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড সংসদের আহবায়ক রহিম উল্যা চৌধুরী সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক উপরুক্ত মন্তব্য করেন।

            অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন-নোয়াখালী জেলা মক্তিযোদ্ধা সংসদের কমান্ড কাউন্সিলের আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোস্তফা ভুঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য মুহাম্মদ আবু তাহের, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মফিজুর রহমান, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহবায়ক মনজুর মোরশেদ, উপজেলার কাবিলপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সোলেমান বাহার, প্রমুখএসময় উপস্থিত ছিলেন-নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও সাবেক জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ শহীদ উল্লাহ,যুগ্ম আহবায়ক ফারুক বাবুল, নুর নবী বাচ্ছু,বিএনপির নেতা বাহার উল্লাহ বাহার,হুমায়ুন কবির হুমু, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল, পৌরসভা যুবদল আহবায়ক মোকারম হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে