পল্লীশ্রী’র ইউনিয়ন ভিত্তিক পাবলিক হেয়ারিং

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:২৬ পিএম
পল্লীশ্রী’র ইউনিয়ন ভিত্তিক পাবলিক হেয়ারিং

দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র উদ্যোগে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানী’র সহযোগিতায় প্রোমোটিং অপরচুনিটি ফর ওমেন ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় ইউনিয় ভিত্তিক পাবলিক হেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত ইউনিয় ভিত্তিক পাবলিক হেয়ারিং সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।

প্রাণিসম্পদের বিভিন্ন বিষয় তুলে বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারী সার্জন ড. আশিকা আকবর তৃষা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. শাহীনা বেগম, পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. পবিত্র কুমার, অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া প্রমুখ। 

এতে স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার শাহাজাদি শিরিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম ফেসিলিটেটর এন্ড কাউন্সিলর কৃষ্ণা দাস। 

পাবলিক হেয়ারিং-এ প্রাণিসম্পদের কার্যক্রমের সাথে সিবিও সদস্যদের কিভাবে সম্পৃক্ত করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। প্রাণিসম্পদের সকল সুযোগ-সুবিধা গ্রহণের জন্য যোগাযোগ জোরদার করা, প্রাণিসম্পদ থেকে নারীদের যদি কোন প্রশিক্ষণের ব্যবস্থা থাকে সে বিষয়ে তাদের অবগত করা এবং উক্ত কার্যালয়ে তাদের অভিগম্যতা বৃদ্ধির ব্যাপারে সচেতন করা। 

সভাপতির বক্তব্যে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম বলেন, আমিষ খাদ্যের চাহিদা পুরণ করতে প্রাণিসম্পদ তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করে আসছে। এব্যাপারে নারীদের গাভী, ছাগল, হাঁস-মুরগি পালনের ব্যাপারে উৎসাহিত করতে পারলে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক মুক্তি আসবে।