বাংলাদেশ শিক্ষক সমিতি কাপাসিয়া উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৯ নভেম্বর বুধবার বিকালে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ আনারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি দলীয় মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
সংগঠনের সদস্য সচিব মোঃ আবুল বাশারের পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি গাজীপুর জেলা শাখার সভাপতি মোকলেসুর রহমান। এসময় অন্যান্যের মাঝে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বঙ্গতাজ কলেজের অধ্যক্ষ মোঃ আওলাদ হোসেন খান, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন প্রধান, রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর, ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, ভুবনের চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মৈশা ধামনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছাইদ প্রমুখ। এর আগে সর্বসম্মতিক্রমে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আনারুজ্জামানকে আহ্বায়ক এবং নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল বাশারকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষক সমিতির পরিচিতি সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। দেশ, জাতী ও সমাজের প্রতি শিক্ষকদের দায়বদ্ধতা রয়েছে। বিগত সরকার এই শিক্ষকদের তাদের দলীয় স্বার্থে ব্যবহার করেছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষকদের সম্পুর্ন নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান। বিদ্যালয় গুলোতে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। বিগত দিনে নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়নের কারণে শিক্ষার্থীরা মেধা শূন্য হয়ে পড়েছিল। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে ঠেলে দিয়ে দলীয় স্বার্থ হাসিল করেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে শিক্ষার সার্বিক উন্নয়ন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।