রাজিবপুরে মেডিকেল টেকনোলজিস্টের মানববন্ধন

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৮:২০ পিএম
রাজিবপুরে মেডিকেল টেকনোলজিস্টের মানববন্ধন

সারা দেশের ন্যায় বুধবার (১৯ নভেম্বর)বেলা।১১টায় 'উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজিবপুর, কুড়িগ্রাম' এর সামনে স্থানীয় মেডিকেল টেকনোলজিস্টগন মানববন্ধন কর্মসূচী পালন করেছে। তাদের অভিযোগ গত তিন দশকের বেশি সময় ধরে টেকনোলজিস্টরা ন্যায্য গ্রেড পাওয়ার জন্য আন্দোলন করে আসছেন। 

করোনা মহামারি, ডেঙ্গু বা নিপাহ ভাইরাসসহ বিভিন্ন সংকটে জনগণের জীবন রক্ষায় তাঁরা সামনের সারির কর্মী হিসেবে কাজ করলেও এখনো ১০ম গ্রেড না পাওয়া অত্যন্ত দুঃখজনক বলে মনে করছেন তারা।

এই অবস্থা সুস্পষ্টভাবে বৈষম্য, একই যোগ্যতা সম্পন্ন অন্যান্য ডিপ্লোমাধারী পেশাজীবীরা ১০ম গ্রেড পেলেও স্বাস্থ্যসেবার অন্যতম মূল ভরসা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বছরের পর বছর এই সুবিধা থেকে বঞ্চিত তারা।

গত বছরে আন্দোলনের মুখে বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের চাপের পর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ঘোষণা দিয়েছিলেন যে ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়ন করা হবে।

টেকনোলজিস্ট আমিনুল ইসলাম বলেন, সেই আশ্বাসের প্রতি সম্মান দেখিয়েই এতদিন কর্মসূচি থেকে বিরত ছিলাম। কিন্তু এখন তাদের পীঠ দেওয়ালে ঠেকেছে।তাই কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক মানববন্ধন কর্মসূচী হাতে নিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে