নীলফামারীতে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১৯ নভেম্বর চওড়া বড়গাছা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, রেদোয়ানুল হক বাবু, আহমেদ আলী বাবু, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক হাকিমুর রহমান চৌধুরী হিরু বক্তব্য রাখেন।
তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করবে। সদস্য সংগ্রহ অভিযান সংগঠনকে তৃণমূলে আরও গতিশীল করবে বলেও মন্তব্য করেন তারা।
এসময় চওড়া বড়গাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সহিদুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম,ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম,যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।