বিজয়ীর আয়োজনে এবং চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়। ১৯শে নভেম্বর বুধবার পুরানবাজারের দাস পাড়ায় কচিকাঁচা মেলার অডিটোরিয়ামে ১৪৭জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ এবং ভিটামিন ডি ইনজেকশন দেয়া হয়। উক্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ‘শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর’ এর ‘মেডিকেল অফিসার’ এবং ‘আয়ন-ব্যয়ন কর্মকর্তা’ ডাঃ মেহেদী হাসান শুভ।
চিকিৎসা সেবার পাশাপাশি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান শীতার্তদের মাঝে বিজয়ীর উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকার সহযোগিতায় শতাধিক কম্বল বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, চর্যাপদ একাডেমির মহা পরিচালক এডঃ রফিকুজ্জামান রনি,বিশিষ্ট ক্রীড়াবিদ মিজানুর রহমান, সহ বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।