বাউফল সরকারী কলেজ প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৮:৩৪ পিএম
বাউফল সরকারী কলেজ প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদের  মৃত্যুবার্ষিকী আজ

বাউফল সরকারী কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী মরহুম   সৈয়দ আহমেদ এর দশম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়  যৌথভাবে কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী  পালন করেছে । 

আজ (১৯ নভেম্বর) বুধবার দুপুর সাড়ে বারোটায় দিবসটি পালন উপলক্ষে বাউফল সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার তালুকদারের  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক সহকারী অধ্যাপক বাউফল প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক  আমিরুল ইসলাম, প্রভাষক শহিদুল ইসলাম ও প্রভাষক এনামুল হক সায়েম। 

মরহুম সৈয়দ আহমেদের জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন  তার কনিষ্ঠ ছেলে বাউফল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক স্যামুয়েল আহমেদ লেলিন। 

অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, মরহুম সৈয়দ আহমেদ ছিলেন একজন দূরদর্শী শিক্ষানুরাগী, যিনি বাউফলের শিক্ষার আলো ছড়িয়ে দিতে আজীবন কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত বাউফল সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি এ অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তি বিকাশের অন্যতম ভিত্তি। 

বক্তারা আরও বলেন, সৈয়দ আহমেদের স্বপ্ন ও আদর্শ বাউফলের মানুষের পথচলায় সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মতো দেশপ্রেমিক, মানবিক ও শিক্ষানুরাগী মানুষের আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। আলোচনা শেষে মরহুম সৈয়দ আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে