বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাবিবকে হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) দিনাজপুরা জেলা শাখার উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) সকালে দিনাজপুর মেডিকেল হাসপাতালের সামনে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচি দাবির সমর্থনে বক্তব্য রাখেন াংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) কেন্দ্রীয় সহসভাপতি রেজওয়ানুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান,
সাংগঠনিক সম্পাদক তুষার মন্ডল, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ কাজী, সহ দপ্তর সম্পাদক ওমর ফারুক সুমন, ক্রীড়া সম্পাদক আহসান হাবীব সুজন, সদর ফারিয়ার সভাপতি জোবাইদুর রহমান, সাধারণ সম্পাদক রমজান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাবিব যখনআমাদের ন্যায্য দাবি আদায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় চট্টগ্রামের রেনেটা ফার্মা পিএলসি’র আরএসএম শামীম ফারিয়া সদস্যদের ন্যায্য দাবি আদায় থেকে সরিয়ে ফেলতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। হাবিবুর রহমান হাবিবকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। মিথ্যা অপবাদ রটনাকারীসহ হত্যার হুমকির বিষয়টি তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।
মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল রেব করা হয়।