কালিয়াতে ডাকাতি সংঘটিত, স্বর্ণালংকারসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) :
| আপডেট: ২০ নভেম্বর, ২০২৫, ১২:১২ এএম | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ১২:১২ এএম
কালিয়াতে ডাকাতি সংঘটিত, স্বর্ণালংকারসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট

নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লীতে এক কৃষকদল সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন জিনিসপত্রসহ প্রায় সোয়া ছয় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত বারোটার দিকে পেড়লী গ্রামের মৃত শামসুর রহমান মোল্লার ছেলে পেড়লী ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মো. খোসরু মোল্লার বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় খোসরু মোল্যা (৪৫) প্রতিরোধ করতে গেলে ডাকাতরা তাকে বেদমভাবে মারপিট করে মারাত্মক আহত করে। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী খোসরু মোল্যা ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে অস্ত্রধারী একদল ডাকাত কৌশলে তার টিনশেড ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। খোসরু মোল্যা টের পেয়ে তাদের প্রতিরোধ করতে গেলে ডাকাতরা তাকে বেদমভাবে মারপিট করতে থাকে। এ সময় তার মেয়ে তাহান্না খাতুন (১৮) পিতাকে রক্ষা করতে এগিয়ে গেলে ডাকাতরা তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন, আটআনা ওজনের স্বর্ণের কানের দুল ও আটআনা ওজনের স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। এছাড়া ডাকাতরা একটি স্মার্ট মোবাইল ফোন, নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা ও বিভিন্ন জিনিসপত্রসহ সর্বমোট প্রায় ৬ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুট করে নেয়। বাড়ির লোকজনের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আহত কৃষকদল সভাপতি খোসরু মোল্যাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

ডাকাতির ঘটনার ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই স্থানীয় পেড়লী ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ঘটনার খোঁজ খবর নেয়। পরে বুধবার (১৯ নভেম্বর) পুলিশের ও সেনাবাহিনীর দু’টি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে