কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের প্রতীক্ষায় বাগমারার বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা

মো: হেলাল উদ্দীন; বাগমারা, রাজশাহী
| আপডেট: ২০ নভেম্বর, ২০২৫, ১২:৩৩ এএম | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ১২:৩৩ এএম
কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের প্রতীক্ষায় বাগমারার বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহী-৪ (বাগমারা) আসনে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অভ্যন্তরে চলছে এক নিস্তব্ধ অপেক্ষা। কেন্দ্রীয়ভাবে উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়াকে প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও, তার পক্ষে এখনো মাঠে নামেননি মনোনয়ন প্রত্যাশীরা। তাদের দাবি, কেন্দ্রের পক্ষ থেকে 'চূড়ান্ত সিদ্ধান্ত' আসার পরেই তারা দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখাবেন। ​মনোনয়নকে কেন্দ্র করে আসনটিতে প্রায় এক ডজন প্রভাবশালী নেতা প্রার্থী হতে চেয়েছিলেন। কেন্দ্রীয় বিএনপি একজনকে মনোনীত করার পর থেকেই যেন বাগমারার রাজনৈতিক পরিমণ্ডলে নেমে এসেছে এক শীতল নীরবতা।

​স্থানীয় বিএনপি নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায়, মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পরও মনোনয়ন প্রত্যাশীরা তাদের নিজস্ব অবস্থান থেকে সরে এসে ঐক্যবদ্ধ হতে পারেননি। সবচেয়ে বড় কারণ হিসেবে জানা গেছে, মনোনীত প্রার্থীর সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের আনুষ্ঠানিক কোনো সাক্ষাৎ না হওয়া। ​নাম প্রকাশে অনিচ্ছুক একজন মনোনয়ন প্রত্যাশী জানান, "কেন্দ্র থেকে একজনকে ঘোষণা করা হয়েছে, তবে আমাদের কাছে এখনো কোনো চূড়ান্ত নির্দেশ আসেনি। চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পরই আমরা কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক কাজ করব। আপাতত আমরা অপেক্ষা করছি।" ​এই নীরবতার ছাপ স্পষ্ট বাগমারার রাজনৈতিক মাঠে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নেই বিএনপির নির্বাচনী উত্তাপ।

দলের তৃণমূলের নেতা-কর্মীরাও রয়েছেন এক ধরনের দোলাচলে। কেন্দ্রের চূড়ান্ত নির্দেশনা না আসা পর্যন্ত তারা কোনো ধরনের দলীয় কার্যক্রমে অংশ নিতে উৎসাহী হচ্ছেন না বলে জানা গেছে। ​ ​অনেকের মতে, নির্বাচনের আগে এত সংখ্যক মনোনয়ন প্রত্যাশীর উপস্থিতিতে কেন্দ্রীয়ভাবে একক প্রার্থীর নাম ঘোষণার পরও যদি স্থানীয় ঐক্য গড়ে না ওঠে, তবে তা দলের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে, যখন দলের মনোনীত প্রার্থী অন্য প্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় স্থাপন করতে ব্যর্থ হচ্ছেন। ​

রাজনৈতিক মহল মনে করছে, খুব দ্রুত যদি কেন্দ্রীয় বিএনপি হস্তক্ষেপ করে মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সমন্বয় সাধন না করে এবং চূড়ান্ত বার্তা না দেয়, তবে বাগমারায় বিএনপির নির্বাচনী প্রস্তুতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। ​এই পরিস্থিতিতে, রাজশাহী-৪ আসনে বিএনপি কবে নাগাদ তাদের 'চূড়ান্ত সিদ্ধান্ত' ঘোষণা করে এবং সকল মনোনয়ন প্রত্যাশীকে এক ছাতার নিচে আনতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
আপনার জেলার সংবাদ পড়তে