টানা কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়তি ২ হাজার ৬১২ টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০১:০৪ এএম
টানা কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়তি ২ হাজার ৬১২ টাকা

দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। টানা দুই দফা কমার পর বুধবার রাতের ঘোষণায় ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দাম আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে কার্যকর হবে। এতে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাঁড়াচ্ছে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকায়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন করে সমন্বয় করা হয়েছে। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় হালনাগাদ এই দর নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

ঘোষণায় আরও জানানো হয়েছে, নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩ টাকায় এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারিত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা। আগের দিন মঙ্গলবার, ১৮ নভেম্বর দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম স্থির হয়েছিল ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকায়, যা কার্যকর ছিল বুধবার, ১৯ নভেম্বর থেকে।

বাজুসের বর্ণনায় দেখা যাচ্ছে, চলতি বছরে মোট ৭৯ বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম। এর মধ্যে ৫৪ বার বেড়েছে এবং ২৫ বার কমেছে। গত বছর ৬২ বার সমন্বয় হয়েছিল, যেখানে দাম বেড়েছিল ৩৫ বার। স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের প্রভাবও দামের ওপর উঠে এসেছে। সংগঠনটির এক কর্মকর্তা বলেন, “বিশ্ববাজারে সোনার দাম আউন্সে ৪ হাজার ১০০ ডলার ছাড়িয়েছে, স্থানীয় দাম সমন্বয়ের ক্ষেত্রে এটিও একটি বড় কারণ।”

স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৪৭৬ টাকা। সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৬০১ টাকায় স্থির রয়েছে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম সমন্বয় করা হয়েছে ৯ বার, যার মধ্যে বাড়ানো হয়েছে ৬ বার।

আপনার জেলার সংবাদ পড়তে