তীব্র শীতে

সন্ধ্যা নদী ভাঙন কবলিত পরিবারগুলো চরম দুর্ভোগে

এফএনএস (গোলাম মোস্তাফা; নেছারাবাদও স্বরূপকাঠি, পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৫, ০১:৫৩ পিএম
সন্ধ্যা নদী ভাঙন কবলিত পরিবারগুলো চরম দুর্ভোগে

স্বরুপকাঠীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন পিরোজপুর জেলা প্রশাসক আশরাফুল আলম খান ও নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। নিম্ন আয়ের মানুষগুলোর মাঝে এ কম্বল বিতরণ করেন তারা। বছরের শুরুতেই শীতে সীমাহীন জন দুর্ভোগে পড়ছে স্বরুপকাঠীর(নেছারাবাদ) সন্ধ্যা নদী ভাঙনের শিকার বসতভিটা হারানো পরিবারগুলো। ঘন কুয়াশায় আর শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের। গত দুইদিন পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। চরম বিপাকে পড়তে হয়েছে স্বরুপকাঠির খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। গত দুইদিন ধরেই ভোর রাত থেকে কুয়াশার গুড়ি-গুড়ি বৃষ্টির মধ্য সারা দিন দেখা মেলেনি সূর্যের। দুইদিন পর্যন্ত দিনেও তীব্র শীত থাকায় নিম্ন আয়ের মানুষগুলোর উপযোজনের প্রধান ব্যক্তির আয়রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় মানবতার জীবন যাপন করছে। নদী ভাঙনকুলের মানুষ তীব্র শীত নিবারণের শীতবস্ত্র না থাকায় সন্ধ্যার শীতে আগুন জ্বালিয়ে  শীত নিবারণ করছে ।