পাহাড়ে নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজে বিজিবি

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) :
| আপডেট: ২০ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম
পাহাড়ে নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজে বিজিবি

জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৭ বিজিবি রাজনগর জোন।

এরই ধারাবাহিকতায় বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, পাহাড়ি-বাঙালির সম্প্রীতি উন্নয়নে জোন কাপ টুর্নামেন্ট এবং হতদরিদ্রদের জন্য মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করছে বিজিবি রাজনগর জোন।

পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া বেকার যুব সমাজকে দক্ষ ও আত্ম-নির্ভরশীল করে গড়ে তুলতে রাজনগর জোন মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে মোট ৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন রাঙ্গামাটি সেক্টর কমান্ডার।

বৃহস্পতিবার জোন কাপ ভলিবল টুর্নামেন্টে ৬টি টিমের মধ্যে সরোয়াতলী বয়েজ ক্লাব পূর্ব রাঙ্গীপাড়া একাদশকে পরাজিত করে জয় লাভ করে। পরে খেলোয়াড়দের মাঝে সনদ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এদিন জোন সদরে মেডিকেল অফিসার ও বেসামরিক মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মামুন এবং গাইনী বিশেষজ্ঞ ডা. ইরিন নাহার বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ২৩৪ জন নারী পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন।  এবছর পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর ৭৫৬ জন চিকিৎসাসেবা গ্রহণ করেন।

রাজনগর জোন কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই উদ্দীপনাকে ধারণ করে পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নানাবিধ সামাজিক কর্মকান্ড অত্যন্ত আন্তরিকতার সাথে পরিচালনা করে যাচ্ছে। রাজনগর জোনের এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে