নীলফামারীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ১২:৫৯ পিএম
নীলফামারীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন

সৈয়দপুর-নীলফামারী মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ,সড়ক চার লেনে উন্নীতকরণ এবং স্থায়ী ডিভাইডার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি । ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সনাকের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে ১৯ নভেম্বর জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে সনাকের ১১ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুর আলম, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মেসবাহুল হক, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) জেলা সভাপতি মো. আব্দুল মোমিন, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস জেলা শাখার সভাপতি সাকিল ইসলাম, নীলফামারী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী প্রিয়তা সাহা, সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু ও নাসিমা বেগম।

বক্তারা বলেন,ওয়াপদা মোড় থেকে নীলফামারী শহর পর্যন্ত সড়কটি এখন দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ বিশেষ করে উত্তরা ইপিজেডের ২৭ হাজার শ্রমিক এ সড়ক পারি দিয়ে গন্তব্যে যান। নজরদারি ও আইন প্রয়োগে দুর্বলতা দুর্ঘটনার মুল কারণ বলে মনে করা হয়।

সড়ক ব্যবস্থাপনায় সুশাসনের ঘাটতি, দৃষ্টান্তমূলক শাস্তির অভাব এবং মনিটরিং দুর্বল হওয়ায় দুর্ঘটনা বেড়ে চলেছে। এখনই কার্যকর পদক্ষেপ জরুরি। ইয়েস দলনেতা ফারজানা আক্তার আরিফা মানববন্ধনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ১১ দফা দাবি উপস্থাপন করেন।

মানববন্ধন শেষে সনাক ও ইয়েস গ্রুপের পক্ষ থেকে দাবিসংবলিত স্মারকলিপি নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে