কুড়িগ্রামের রাজারহাটে বাল্যবিবাহ প্রতিরোধে গণ্যমান্য ব্যক্তি এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে টেকসই উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৮নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আরডিআরএস বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের আয়োজনে এনআরকে টেলিকম ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগীতায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার এসএম হাবিবুর রহমান। এসময় আরডিআরএস বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের টেকনিক্যাল অফিসার (এসআরএইচআর) ফারজানা ফৌজিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাট'র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, নাজিমখান ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ারুল হক, ইউপি সদস্য আমজাদ হোসেন, নিকাহ্ রেজিষ্টার সফিকুল ইসলাম, ফ্যাসিলিটেটর বিবেকানন্দ বিশ্বাস, নজরুল ইসলাম ও নাসরিন আক্তার ও উপজেলা যুব প্লাটফর্ম সদস্য লতা রানী রায় প্রমূখ।বক্তরা শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন ও বাল্য বিবাহ ও বাল্য বিবাহ বন্ধে করনীয় সম্পর্কে আলোচনা করেন। কর্মশালায় রাজারহাট উপজেলার সাত ইউনিয়নের ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি, নিকাহ্ রেজিষ্টার, ইমাম ও যুব প্লাটফম্যের সদস্যগণ অংশগ্রহন করেন।