সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাসফিল্ডের ১ নম্বর পুরাতন কূপে সফল ওয়ার্ক-ওভার কার্যক্রম শেষে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল) উপমহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌ. মোহাম্মদ ফররুখ আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কূপটি থেকে দৈনিক প্রায় পাঁচ মিলিয়ন ঘনফুট (গগঈঋউ) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ করে গ্যাস সরবরাহ শুরু করা হবে।
কৈলাশটিলা-১ কূপটি প্রথম আবিষ্কৃত হয় ১৯৬১ সালে। চলতি বছরের আগস্টে এ কূপে পঞ্চমবারের মতো পুনঃখনন (ওয়ার্ক ওভার) শুরু হয়। দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় কূপগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিত এ কূপে প্রায় ১.৬ ট্রিলিয়ন ঘনফুট (ঞঈঋ) গ্যাসের সম্ভাব্য মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুনঃখনন কার্যক্রমে ব্যয় হয়েছে ৭৩ কোটি টাকা।
এর আগে ২০১৮ সালে কূপটিতে পুনঃখনন করা হলে ২০১৯ সাল পর্যন্ত সচল ছিল। নতুন করে কূপ থেকে গ্যাসের সন্ধান মেলায় জাতীয় জ্বালানি খাতে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।