হবিগঞ্জের মাধবপুরে জাতীয় ইমাম সমিতির সম্মেলন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মাধবপুর উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্বাস উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট জেলা বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহম্মদ সিহাব, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর ও হবিগঞ্জ-৪আসনে জামায়াতের প্রার্থী মাওলানা কাজী মুখলিছুর রহমান, সিলেট জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা জালালউদ্দিন ভ’ইয়া, হবিগঞ্জ জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি প্রিন্সিপাল আবদাল হোসেন খাঁন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্যা,উপজেলা স্বাস্থ্যওপঃ পঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন ্আল রনি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, খেলাফত মজলিস সভাপতি শেখ মহিউদ্দিন সেলিম, জামায়াতের সাবেক সাধারন সম্পাদক নবীর হোসেন, মাওলানা এহতেশাউল হক, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মোঃ ফারুক মিয়া প্রমুখ।