কুড়িগ্রামের নাগেশ্বরীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ শাহনুর জামানের সাথে স্কুল, মাদরাসা শিক্ষকদের পরিচিতি সভা ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালণায় এতে প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মণ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শামসুদ্দীন, কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন মন্ডল প্রমুখ।