হাটহাজারীতে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৬:২৬ পিএম
হাটহাজারীতে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

চট্টগ্রামের  হাটহাজারীতে ১৪ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত  মঙ্গলবার বিকেলে  উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা 

মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের  সভাপতিত্বে ১ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, নুরুল আলম, মোহাম্মদ হোসেন মাষ্টার, ইসমাইল হোসেন মুহুরী,উপজেলা কৃষি অফিসার মেজবাহ উদ্দিন,মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মনজুর কাদের ভূঁইয়া,শিক্ষা অফিসার রোজিনা রহমান,একাডেমিক সুপারভাইজার মুসলিম উদ্দিন,হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠান প্রধান গিয়াস উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া,যুগ্ম  সম্পাদক খোরশেদ আলম শিমুল, শিক্ষক চানঁ মিয়া, সাংবাদিক বোরহান প্রমুখ।

সভায় দিবস দুইটি  যথাযথভাবে  পালানোর জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে