চট্টগ্রামের হাটহাজারীতে ৭২০ জন কৃষকের মধ্যে বৃহস্পতিবার বিনা মূল্যে রবি ফসলের প্রনোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনার কর্মসূচির আওতায় কৃষক / কৃষানীদের রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি ভবন মিলনায়তনে প্রনোদনা বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী। উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসানের সঞ্চালনায় আয়োজিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, গণমাধ্যম কর্মী আবুল বাসার, কৃষক প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিন।
বিনা মূল্যে প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রতিজন কৃষককে প্রদর্শনীর জন্য ৩০ কেজি গম, ১ কেজি সরিষা, ১০ কেজি চিনা বাদাম, ১কেজি হাইব্রীড সূর্যমুখী, ১কেজি ও পি সূর্যমূখী, ৫ কেজি মুগ, ৮ কেজি খেসারী, ৭ কেজি ফেলন ২ কেজি অড়হড় প্রদান করা হয়। তাছাড়া প্রদর্শনীর জন্য প্রতিজন কৃষককে ১০ কেজি করে ডিএপি, অড়হড় এর জন্য ৫ কেজি। গম সরিষা ও সূর্যমুখীর জন্য ১০ কেজি করে এমওপি, চিনা বাদাম, মুগ, খেসারী, খেলন ও অড়হড় এর জন্য ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।