হাকিমপুরে তারেক রহমানের জন্মদিনে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৭:৫১ পিএম
হাকিমপুরে তারেক রহমানের জন্মদিনে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে খতমে কুরআন, বিশেষ দোয়া ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পৌর শহরের হিলি কাছিমিয়া উলুম হাফেজিয়া  এতিমখানা ও কাওমি মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে খতমে কুরআন শেষে বিশেষ দোয়া দোয়া করা হয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, ছাত্রদলের চঞ্চল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


আপনার জেলার সংবাদ পড়তে