শরণখোলায় একটি স্কুলের ওয়াশ ব্লকের কাজ আড়াই বছরেও শেষ হয়নি

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৭:৫২ পিএম
শরণখোলায় একটি স্কুলের ওয়াশ ব্লকের কাজ আড়াই বছরেও শেষ হয়নি

শরণখোলার উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ওয়াশ ব্লকের কাজ আড়াই বছর পার হলেও শেষ হয়নি। যার কারণে স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থী ঝুকি নিয়ে ব্যস্ততম একটি সড়ক পার হয়ে অন্য একটি প্রতিষ্ঠানের বাথরুম ব্যবহার করেছে। এদিকে স্কুলটি সংসদ নির্বাচনের কেন্দ্র হওয়ায় বাগেরহাট জেলা নির্বাচন অফিসার ওয়াশরুম উপযোগী করার জন্য পত্র প্রেরণ করেছেন।

শরণখোলা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্র জানায় ৪১ নং উত্তর কদমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৮ লাখ ৭১ হাজার টাকা ব্যয় টেন্ডার আহ্ববান করা হলে ঠিকাদারী প্রতিষ্ঠান সৌরভ ট্রেডার্স কাজ পায় । গত ২০২৩ সালের ১৬ মে ওয়াস  ব্লকের কাজ শুরু হয়। ২০২৪ সালের ৩০  মে কাজ শেষ হওয়ার  কথা থাকলেও ধারাবাহিক না করায় তা শেষ করতে পারিনি। ওয়াস ব্লকের কাজ শেষ না হওয়ায় স্কুলের শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এই স্কুলটি সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হওয়ায় বাগেরহাট জেলা নির্বাচন অফিসার  মোঃ আবু আনসার ওয়াশরুম ব্যবহার উপযোগী করতে গত ৯ নভেম্বর প্রধান শিক্ষককে পত্র  প্রেরণ করেছেন। যার অনুলিপি নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাগেরহাটের জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এ স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান ও উপজেলা স্কাউটসের কাব লিডার শিক্ষক নেতা মিজানুর রহমান জানান, স্কুলের দেড়শতাধিক শিক্ষার্থীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ব্যস্ত একটি রাস্তা পার হয়ে  অন্য প্রতিষ্ঠানের ওয়াশরুম ব্যবহার করতে হচ্ছে। বিষয়টি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। তারপরেও কাজ থেমে আছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী  মোঃ মেহেদী হাসান বলেন, ওয়াশ ব্লকের প্যাকেজের কাজ অন্য স্কুলে চলছে। সেটা শেষ হলেই এই স্কুলের কাজ শুরু হবে। নির্বাচনী কেন্দ্র  হওয়ায়  অগ্রাধিকার ভিত্তিতে   আগামী ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে হ্যান্ডওভার করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে