শরণোখলায় দুর্যোগের মহড়ায় অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার এএসবির কর্মকর্তারা

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৭:৫৩ পিএম
শরণোখলায় দুর্যোগের মহড়ায় অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার এএসবির কর্মকর্তারা

বাগেরহাটের শরণখোলায় উন্নয়ন সংস্থা সিডিডির আয়োজনে প্রতিবন্ধিতা  অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মহড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইন্দোনেশিয়া থেকে আগত এএসবি আঞ্চলিক অর্থ ব্যবস্থাপনা কর্মকর্তা বিবিত, ওয়াশ উপদেষ্টা আনান, যোগাযোগ এবং জ্ঞান ব্যবস্থাপনা সমন্বয়কারী দিনার, আঞ্চলিক দারিদ্র সমন্বয়কারী উইউইত,শরণখোলা উপজেলা জামায়াতের সম্পাদক উপজেলা জামায়াতের সম্পাদক মোঃ মোস্তফা আমিন,শরণখোলা ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রমূখ। দুর্যোগ কালীন মহড়া দেখে ইন্দোনেশিয়ার অতিথিবৃন্দ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের অভিনয় অনেক ভালো হয়েছে আপনাদের সচেতনতা এখন এমন একটা পর্যায়ে পৌঁছাবে যাতে আর কোন ঘূর্ণিঝড়ে মানুষের প্রাণহানি না হয়। এ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সহযোগী হিসেবে ছিলাম আগামীতেও এর সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রকল্পের কো-অর্ডিনেটর সুবীর কুমার সাহা বলেন বাংলাদেশ দুর্যোগের দেশ। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে প্রতিনিয়ত পরিবর্তনে এলাকায় দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এই অবস্থার সাথে টিকে থাকার গল্পে আমাদের সাথে প্রতিবন্ধী মানুষের সাথে অন্তর্ভুক্তি এবং আপনাদের সহযোগিতা অনন্য এবং অসাধারণ।আগামী  দুর্যোগ পরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়নই হবে প্রতিবন্ধী মানুষ সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠী সমানতালে অংশগ্রহণ করবে। 

আকর্ষণীয় এ মহড়া অনুষ্ঠানের নেতৃত্ব দেন সিপিবি শরণখোলা উপজেলা সদর  রায়েন্দা  ইউনিয়নের ডেপুটি টিম লিডার সমাজ সেবক অহিদুজ্জামান ডালিম। দুর্যোগের এই আকর্ষণীয় মহড়া ফুটিয়ে তুলতে ৭০ জন নারী পুরুষ অংশ নেয়। এ মহড়া দেখতে হাজার হাজার মানুষ  সমবেত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে