মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ সমাবেশ

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৭:৫৪ পিএম
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ সমাবেশ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার প্রিয় সহধর্মিনীদের নিয়ে অশ্লীল লেখুনির প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

২০ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪ টায় কচুয়া তাওহীদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়, মিছিলটি কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ হয়ে,কচুয়া জিরো পয়েন্টে গিয়ে এক বিক্ষোভ  সমাবেশ  অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযুক্ত উজ্জ্বল মুখোপাধ্যায় এর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। তাদের দাবি না। মানা হলে  আগামী রোববার উপজেলা গেটে মানববন্ধন কর্মসূচি পালন সহ বিভিন্ন কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানান। সমাবেশে মাওলানা আব্দুল মান্নান এর সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি হাফেজ নুরুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, মাওলানা মোঃ মইনুল ইসলাম, আমিরুল ইসলাম সিদ্দিকী, এডভোকেট বালী নাছের আলী,উপজেলা মসজিদের ইমাম শহিদুল ইসলাম, কচুয়া মডেল মসজিদের ইমাম মাওলানা জাকারিয়া সহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ,  সুপার, শিক্ষক ও   বিভিন্ন মসজিদের ইমাম, কচুয়ার বিভিন্ন স্থান থেকে আসা তাওহীদী জনতা।

আপনার জেলার সংবাদ পড়তে