শেরপুরে ২ আ’লীগ নেতা গ্রেফতার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৫, ০২:৪০ পিএম
শেরপুরে ২ আ’লীগ নেতা গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নম্নী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অপরজন হলো ফুটবল গোলকীপার রবিন। পুলিশ জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি)  দিবাগত মধ্যরাতে বিল্লাল হোসেন চৌধুরীকে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে তার শ্বশুড়ালয় থেকে গ্রেফতার করা হয়। বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গেল বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা ও মিরপুরে গার্মেন্টকর্মী নালিতাবাড়ীর আসিফ হত্যার সাথে জড়িতের অভিযোগে পৃথক মামলা রয়েছে। এছাড়া ফুটবল গোলকীপার রবিনের বিরুদ্ধে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহুর্তে নালিতাবাড়ী শহরের বিভিন্নস্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে। রবিনকে নালিতাবাড়ী শহর থেকে গ্রেফতার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে