তানোরে শিক্ষার গুনগত মান উন্নয়নে কলেজ শিক্ষকদের সাথে শরিফ উদ্দিনের মতবিনিময়

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৮:০৬ পিএম
তানোরে শিক্ষার গুনগত মান উন্নয়নে কলেজ শিক্ষকদের সাথে শরিফ উদ্দিনের মতবিনিময়

রাজশাহীর তানোরে শিক্ষার গুনগত মান উন্নয়নে কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব এবং রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনে জাতীয় সংসদ নির্বাচন বিএনপির দলীয় ধানের শীষ প্রতিকের প্রার্থী অবসর প্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন। 

তানোর উপজেলা কলেজ শিক্ষক ও কর্মচারী কল্যান সমিতির সভাপতি ইমরাত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক পাঁচন্দর ইউপির বিএনপির সভাপতি কোয়েল হাট কলেজের শিক্ষক মুজিবুর রহমান, তানোর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ, কৃষ্ণপুর মহিলা কলেজের সদ্য অবসর প্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান।

বক্তব্য রাখেন তানোর উপজেলা যুবদল সদস্য সচিব শরিফ উদ্দিন মন্সী, কোয়েল হাট কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, তানোর বিএম কলেজের অধ্যক্ষ অসীম কুমার সরকার প্রমুখ। এসময় তানোর উপজেলার সকল কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীসহ বিএনপির ও অংশ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

পরে তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদ চত্বরে ও সরনজাই সরকার পাড়া এবং পাঁচন্দর ইউপির মোহাম্মদপুর পৃথক পৃথক ভাবে নির্বাচনী সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ প্রতিকের প্রার্থী অবসর প্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে