৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারী দল।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় কোন্দ্রীয় লোকোমোটিভ কারখানা গেটের সামনে ও পার্বতীপুর রেলওয়ে পার্কে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী করেছে। বেলা ১২ টায় রেলপার্ক থেকে রেলের তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিল পার্বতীপুর রেল স্টেশনের ৫টি প্লাটফর্ম প্রদক্ষিন করে।
বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দল, বিভাগীয় সমন্বয়ক (কেন্দ্রীয়) ফজলুর রহমান বলেন, আমাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সরকার আমাদের ন্যায্য দাবি যদি মেনে না নেয়, তাহলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
প্রয়োজনে রেলের চাকা বন্ধ করে দেশের মানুষকে জানিয়ে দেওয়া হবে। ২০২০ সালে রেলওয়েকে মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার পর থেকেই এই বৈষম্যের সূচনা হয়েছে। পরিষ্কার কথা আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। বর্তমান অবস্থায় রেলওয়ে কর্মচারীরা চরম দুঃখ-কষ্টে দিন পার করছেন। বাংলাদেশ ওপেন লাইন শ্রমিক ও কর্মচারী দল শাখার কার্যকরি সভাপতি আবু হেনা বলেন, আজ রেলের কর্মচারীরা চরম অবহেলা ও বৈষম্যের শিকার।
বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম মিশু বলেন, মাননীয় অর্থ উপদেষ্টা ও কমিশনকে বলবো, আপনারা কোন ধরনের পায়তারা না করে আমাদের এই ন্যায্য দাবি মেনে নিয়ে ৯ম গ্রেড বাস্তবায়ন করুন। দেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে পার্বতীপুরে। ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে রেলের চাকা বন্ধ করে দেওয়া হুশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত সম্পাদক আবু সাঈদ, পার্বতীপুর ডিজেল শাখার সভাপতি নুর আলম ও এমপ্লয়িজ শাখার জিবন চৌধুরী। এছাড়াও পার্বতীপুর রেলওয়ে ১১টি বিভাগের তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।