সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৫, ০১:৫৫ এএম
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের আনুষ্ঠানিকতায় যোগ দিতে সম্মতি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, খালেদা জিয়া চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে অংশ নেবেন। শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়া সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, পুরো সময় উপস্থিত থাকা তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে।

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে খালেদা জিয়া ছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর এক বছর আগে একই দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালেদা জিয়া। তখন সেনাকুঞ্জে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সেই সংবর্ধনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাশে খালেদা জিয়াকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়।

চলতি বছরের অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণকে রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ দীর্ঘদিন শারীরিক সমস্যার কারণে তিনি সীমিত কার্যক্রমে ছিলেন। বিএনপির নেতারা মনে করছেন, অনুষ্ঠানটিতে তাঁর উপস্থিতি দলের নেতৃত্বের প্রতি আস্থার বার্তাও বহন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে