বাগমারায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প

মো: হেলাল উদ্দীন; বাগমারা, রাজশাহী | প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৫, ১২:১৭ পিএম
বাগমারায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প
রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালি দ্বিমুখী ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া এ চিকিৎসা সেবামূলক কার্যক্রমে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষজন বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী, বাগমারা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. আব্দুল বারী। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও সহযোগী সেবাকর্মী। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা, প্রেসক্রিপশন ও প্রাথমিক ওষুধ সরবরাহ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও তরুণ স্বেচ্ছাসেবকরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, ভটখালি দ্বিমুখী ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনসুর রহমান প্রমুখ। চিকিৎসা সেবার উদ্বোধন কালে ডা. আব্দুল বারী বলেন, “গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ এখনও সীমিত। তাই এই ধরনের উদ্যোগ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখে। এ ধরনের সেবামূলক কার্যক্রম এলাকায় বেশ ইতিবাচক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে ভবানীগঞ্জ ক্লিনিক। দিন ব্যাপী বিভিন্ন বয়সের নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে