বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং বরিশাল মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর তরুণদের সম্ভাবনা ও দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বাংলাদেশ সম্ভাবনার দেশ। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় শক্তি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশালের মুলাদী সরকারি কলেজ শাখার আয়োজনে ২০ নভেম্বর শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে ক্যারিয়ার গাইডলাইন ও এক শিক্ষার্থী এক কুরআন প্রকল্প শীর্ষক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন-জ্ঞান, ঈমান, নৈতিকতা, পেশাগত দক্ষতা ও দূরদর্শী ক্যারিয়ার পরিকল্পনার সমন্বয়ই তরুণদের প্রকৃত জনসম্পদে রূপান্তরিত করতে পারে। নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টি ও দেশের কল্যাণে নিবেদিত করে গড়ে তুললে আগামী দিনের ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণরাই নেতৃত্বের প্রধান শক্তি।
অনুষ্ঠানে ছাত্রশিবির মুলাদী উপজেলা শাখার সভাপতি মো. হামিম এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী আব্দুল্লাহ ইসলাম সৌরভের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল মহানগরের সভাপতি হাসান মাহমুদ নাঈম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একজন শিক্ষার্থীর হাতে কুরআন তুলে দেওয়া মানে সত্য, ন্যায়, মূল্যবোধ ও চরিত্রগঠনের আলোকে তার জীবনকে আলোকিত করা।
কুরআনের শিক্ষা সৎ, নৈতিক ও কল্যাণমুখী চিন্তাধারার বিকাশ ঘটায়। একইসাথে ক্যারিয়ার গাইডলাইন তরুণদের মননশীল, লক্ষ্যনির্ভর ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ছাত্র শিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি মো. আকবর হোসেন, ঢাকাস্থ মুলাদী ফোরামের সভাপতি মো. ইব্রাহিম খান, জামায়াতে ইসলামীর মুলাদী উপজেলা আমীর মাওলানা আবু সালেহ, জেলা বায়তুলমাল সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্র শিবিরের মুলাদী সরকারি কলেজ শাখার সভাপতি আদিল রহমান সামিত।
অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সার্বিকভাবে, কুরআনের শিক্ষা ও ক্যারিয়ার গাইডলাইনকে সংযুক্ত করে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রেরণা ও নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।