স্ত্রীর সাথে অভিমান : বিষপানে স্বামীর আত্মহত্যা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৫, ১২:২৩ পিএম
স্ত্রীর সাথে অভিমান : বিষপানে স্বামীর আত্মহত্যা

স্ত্রীর সাথে অভিমান করে স্বামী জহিরুল ইসলাম ফকির (৪৫) বিষপান করে আত্মহত্যা করেছে। মৃত জহিরুল বরিশালের গৌরনদী উপজেলার বাঘমারা গ্রামের মৃত হোসেন ফকিরের ছেলে।

মৃতের ছেলে ফরহাদ হোসেন জানিয়েছেন-বুধবার দিবাগত রাতে পরিবারের কাউকে না জানিয়ে কীটনাশক পান করে তার বাবা জহিরুল। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।  বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে (জহিরুল) মৃত্যুবরন করেন।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত জহিরুলের স্ত্রী তার ছেলেকে নিয়ে টরকী ভাড়া বাসায় থাকতো এবং জহিরুল তার গ্রামের বাড়ি বাঘমারায় বসবাস করতো। ভাড়া বাসায় থাকা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য ছিলো জহিরুলের। ধারনা করা হচ্ছে স্ত্রীর সাথে  মনমালিন্যের জেরধরে জহিরুল আত্মহত্যা করেছে।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী মেডিক্যাল অফিসার (স্যাকমো) জাহিদ হোসেন জানিয়েছেন-কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরলে ওই ব্যক্তিকে বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।   

আপনার জেলার সংবাদ পড়তে