তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই বিএনপির নির্বাচনী ইশতেহার , পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন বলেছেন, বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফাই হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার। এই ইশতেহারে বাংলাদেশের সমস্ত সমস্যার একমাত্র সমাধানের নির্দেশনা রয়েছে। তাই পরবর্তী দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ৩১ দফার আলোকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ দুপুরে নেছারাবাদের মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। এ নির্বাচনকে হালকাভাবে নেওয়া যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ আর নেই। তাই বিএনপিকে ক্ষমতায় দেখতে চাইলে প্রতিটি কর্মীকেই এখন থেকেই নিঃস্বার্থভাবে মাঠে নামতে হবে। নতুবা ভবিষ্যতে কারও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
তিনি বলেন, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে সকলকে বিএনপিকে ভোট দিতে হবে। কারণ বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি। অপরদিকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা স্বাধীনতার বিরোধী শক্তি ছিল। ধর্মকে ব্যবহার করে যেন কেউ ব্যক্তিস্বার্থে সুবিধা নিতে না পারে- সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ রাষ্ট্রীয়ভাবে ইসলামী কোনো দল এ দেশে ক্ষমতায় আসবে না।
আহম্মদ সোহেল মনজুর সুমন আরও বলেন, আজ দেশনায়ক তারেক রহমানের জন্মদিন। আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে ক্ষত-বিক্ষত বাংলাদেশকে সংস্কার করার জন্যই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর হাত ধরেই দেশ নতুন করে স্বপ্ন দেখবে। তার জন্য সকলের দোয়া কামনা করেন তিনি।সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তপু রায়হান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মহসিন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন-
পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, প্রধান বক্তা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম তৌহিদ, বিশেষ অতিথি স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি মো. কাজী কামাল হোসেন, সাধারণ সম্পাদক মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফেজ সিকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি মো. জসিম বাহাদুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।