বিএনপির প্রার্থী পরিবর্তন দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৫, ০৪:৩০ পিএম
বিএনপির প্রার্থী পরিবর্তন দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে। শুক্রার (২১ নভেম্বর) চাটমোহরে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন মনোনয়নবঞ্চিত দুই নেতার অনুসারীরা।

বিএনপির পক্ষ থেকে পাবনা-৩ আসনে প্রার্থী ঘোষনা করা হয় জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে। এরপরই স্থানীয় প্রার্থীর দাবিতে সোচ্চার হন বিএনপির সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার কর্মী-সমর্থকরা। তারা সংবাদ সম্মেলন,গণসমাবেশ,বিক্ষোভ সমাবেশ,মশাল মিছিল করেন।  শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি মশাল মিছিল করেন এই দুই নেতার অনুসারীরা। তারা পাবনা-৩ আসনে স্থানীয় নেতাদের মধ্য থেকে প্রার্থী করার দাবি জানিয়ে বলেন,বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে,তাকে বিজয়ী করা সম্ভব নয়।

আপনার জেলার সংবাদ পড়তে