থানা থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ১

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৫, ০৫:১৭ পিএম
থানা থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ১

নাটোরের লালপুরে থানা চত্বর থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে লালপুর থানা চত্বর থেকে রামানন্দপুর গ্রামের মরহুম ছবির উদ্দিনের ছেলে থানার বাবুর্চি আমিরুল ইসলামের (৪৫) একটি কালো রংয়ের ১৫০ সিসি মোটরসাইকেল (যার রেজিস্ট্রেশন নম্বর নাটোর ল-১২-২০২৫ চুরি হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে রাজশাহীর চারঘাট থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সন্ধ্যা রাতে  জসিম (৩২) নামের হেফাজত হতে চুরি হওয়া সেই মোটরসাইকেলটি উদ্ধার করে। জসিম চারঘাট উপজেলার টাউন পূর্বপাড়ার আজিজুলের ছেলে। উদ্ধারকৃত মোটরসাইকেল ও জসিমকে পুলিশ হেফাজতে লালপুর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, গ্রফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এঘটনায় লালপুর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার গ্রেফতারকৃত জসিমকে আদালতে প্রেরণ করা হয়েছে। নাটোরের পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম বলেন,  চুরিসহ অন্যান্য অপরাধ  প্রতিরোধে নাটোর জেলা পুলিশ তৎপরতার সাথে কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে