দীর্ঘ ২২ কিলোমিটার হাজার হাজার মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নিবার্চনী প্রচারনা করেছেন মেহেরপুর ২ গাংনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আমজাদ হোসেন।
শুক্রবার বিকাল ৪ টায় গাংনী উপজেলার শেষ সীমানা এলাকা বাওট থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে গাড়াডোব এলাকায় গিয়ে শেষ হয়। ব্যতিক্রমি এই দীর্ঘ এ মোটরসাইকেল শোভাযাত্রায় মেহেরপুর ২ আসন গাংনী উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের দাবি স্বাধীনতার পর দীর্ঘ ২২ কিলোমিটার জুড়ে এতবড় মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নিবার্চনী প্রচারনা করেনি কোন প্রার্থী। এই মোটরসাইকেল শোভাযাত্রাটি গাংনীর ইতিহাসে লেখা থাকবে।
দীর্ঘ ২২ কিলোমিটার জুড়ে হাজার হাজার মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নিবার্চনী প্রচারনার ফলে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এই নির্বাচনী শোভাযাত্রার ফলে নেতাকর্মীর মনোবল আরো বৃদ্ধি পেয়েছে বলে অভিমত গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো: আসাদুজ্জামান বাবলুর।
তিনি বলেন,প্রবীন রাজনীতিবিদ খেটে খাওয়া মেহনতি মানুষের নেতা মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয় পাওয়ায় গনসংযোগ থেকে শুরু করে সভা সমাবেশে হাজার হাজার জনতার ঢল নামছে। ধানের শীষ প্রতিকে মো: আমজাদ হোসেন বিপুল পরিমান ভোটে বিজয়ী হবে এবং এই আসন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেয়া হবে।
মোটরসাইকেল শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সভায় মেহেরপুর ২ গাংনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আমজাদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ধানের শীষের পক্ষে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচনী সভা থেকে শুরু করে প্রতিটা সভায় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করছেন। ইতোমধ্যে শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার নারী পুরুষ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন।
তিনি আরো বলেন, আমার কোন বলয় নেই বিএনপির একটিই বলয় সেটি হলো বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার দরজা সকলের জন্য খোলা রয়েছে। যারা এখনও বিভ্রান্তির মধ্যে রয়েছে তারা ধানের শীষের পক্ষে ফিরে আসার আহবান জানান।
দীর্ঘ ২২ কিলোমিটার জুড়ে হাজার হাজার মোটরসাইকেল শোভাযাত্রায় মেহেরপুর ২ গাংনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আমজাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান, উপাধক্ষ্য নাসির উদ্দীর,গাংনী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সাজেদুর রহমান বুলবুল,বিএনপি নেতা শাজাহান সেলিম, জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।