ভৈরব নদে নৌকা বাইচ প্রতিযোগিতা

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৫, ০৭:১৩ পিএম
ভৈরব নদে নৌকা বাইচ প্রতিযোগিতা

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মে কাছে তুলে লক্ষে অভয়নগর স্পোর্টস ক্লাবের এ প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার নওয়াপাড়া ভৈরব নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে ভৈরব নদের দুই পাড়ে ভিড় করেন হাজার হাজার দর্শক। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন জেলা-উপজেলার ৮টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ‘জয় মা কালি’ নামের নৌকাটি প্রথম স্থান অধিকার করে। এছাড়া টুঙ্গিপাড়ার ‘মোবাইল ব্যাটারী’ নামের নৌকা ২য় এবং মাগুরা জেলার ‘মাগুরা টাইগার’ নামের নৌকাটি ৩য় স্থান অধিকার করেন। 

উপজেলার তালতলা খেয়াঘাট থেকে নৌকা বাইচ শুরু করে প্রায় ৩ কিলোমিটার দূরত্বে নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা শেষে নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন অভয়নগর স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা এম এম আশিকুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৮৮ যশোর-৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সরদার শরিফ হোসেন, সাবেক আমীর মাওলানা মশিউর রহমান। এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি জানায়, নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার হিসেবে প্রথম বিজয়ী দলকে ৩০ হাজার, ২য় বিজয়ী দলকে ২৫ হাজার এবং ৩য় বিজয়ী দলকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে