প্রবাসী ও অসহায় হতদরিদ্রদের জন্য কর্মপরিকল্পনা

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : : | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৩ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
প্রবাসী ও অসহায় হতদরিদ্রদের জন্য কর্মপরিকল্পনা

গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের কান্দানিয়া গ্রাম নিবাসী ও আমেরিকা প্রবাসী 'শেখ শাহজাহান' ৩ জানুয়ারি শুক্রবার বিকালে কাপাসিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি আমেরিকার নিউইয়র্ক ব্রঞ্চকাউন্টি বোর্ডের সদস্য এবং নিউইয়র্ক ভিত্তিক প্রবাসী বাংলাদেশী ফোরামের উপদেষ্টা। প্রবাসে বাংলাদেশীদের নানা সুযোগ-সুবিধা ও অসুবিধা নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা বর্ণনা করেন। কাপাসিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের প্রাক্তন জিএস শেখ শাহজাহান তার মায়ের নামে প্রতিষ্ঠা করেন "ফজিলা আলী ফাউন্ডেশন"। চেয়ারম্যান হিসাবে তিনি নিজ এলাকায় শিক্ষা-স্বাস্থ্য বঞ্চিত অসহায় ও হতদরিদ্রদের জন্য কাজ করতে ইচ্ছা পোষণ করেছেন। ইতিপূর্বে প্রতিবছরই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদরাসা ও এতিমখানায় আর্থিক ভাবে সহায়তা করছেন।

কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় 

প্রবাসীদের কল্যাণে তিনি লিখিত বক্তব্যে ১৩ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো - জাতীয় সংসদে ও রাস্ট্র পরিচালনায় প্রবাসীদের অংশিদারিত্ব নিশ্চিত করা, নিউইয়র্ক -ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু, নিউইয়র্ক সহ সারা বিশ্বের বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চালু করা, যা ইতিমধ্যে বৃটেনে চালু হয়েছে। নিউইয়র্ক সহ সারা বিশ্বের বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, দেশের বসুন্ধরা সহ ভূমিদস্যুদের হাত থেকে প্রবাসীদের রক্ষা করা। বিশেষ করে চুক্তি মোতাবেক ক্রয় করা জমি, প্লট, অ্যাপার্টমেন্ট সহজে সংশ্লিষ্ট প্রবাসীর কাছে বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করা, ঢাকার শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা, দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে সকল প্রকার হয়রানি বন্ধ করা, বাংলাদেশের অফিস আদালতে লাল ফিতার দৌরাত্ম বন্ধ করা ও প্রবাসীদের জন্য ঢাকায় চালু করা ও ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অর্থে গড়ে উঠা অর্থনীতির লক্ষ কোটি টাকা বিদেশে পাচার বন্ধ করা সহ পাচারকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, প্রিয় জন্মভূমি সফরকালে প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, বাংলাদেশে প্রবাসীদের ঘরবাড়ি ও স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষা ও মামলার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, কনস্যুলেট সেবা বৃদ্ধি করে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, জন্মসনদ, মৃত্যুসনদ, দেশের সম্পত্তি হস্তান্তরে পাওয়ার অব অ্যাটর্নি প্রদানের মতো কাজগুলো সহজ করা এবং যেকোন প্রবাসী বাংলাদেশীর মরদেহ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা সহ নানাবিধ সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। এসময় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফজিলা আলী ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন শেখ, কাপাসিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, জাকির হোসেন কামাল, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, গাজীপুর আদালতের এপিপি অ্যাডভোকেট মোঃ আলমাছ উদ্দিন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ কাইয়ুম, সাংবাদিক শেখ সফিউদ্দিন আহমেদ জিন্নাহ্, আকরাম হোসেন রিপন, তপন বিশ্বাস, আনিসুল ইসলাম প্রমুখ। আমেরিকা প্রবাসী শেখ শাহজাহান উপস্থিত সাংবাদিক সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে