চাঁদপুরের অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াত এমপি প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৫, ০৭:১৭ পিএম
চাঁদপুরের অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াত এমপি প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া

ঢাকা ল্যাবএইড হসপিটালে চিকিৎসাধীন চাঁদপুর জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝিকে দেখতে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি ও চাঁদপুর ৩ সদর আসনে এমপি প্রার্থী অ্যাড.  মো. শাহজাহান মিয়। অসুস্থ বিএনপি নেতা আক্তার হোসেন মাঝি ওপেন হার্ট সার্জারির জন্য ওই হাসপাতালে চিকিৎসাধীন। 

শুক্রবার (২১ নভেম্বর) তাকে হাসপাতালে দেখতে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেন। এ সময় জামায়াত নেতা অ্যাড. মো. শাহজাহান মিয়া গণমাধ্যমকে জানান, দীর্ঘ জীবন একসাথে চলেছি , রাজনীতির বাইরে পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের কারণে এ দীর্ঘ পথ চলা। ২২ নভেম্বর শনিবার দুপুর ১২ টায় তাহাকে ওপেন হার্ট সার্জারি করানো হবে। সৌভাগ্য ক্রমে আমাদের উপস্থিতিতে ডা. লুৎফুর রহমান সাহেব আক্তার ভাইকে দেখতে আসেন। উনি অত্যন্ত ভালো মানুষ অনেক বিষয়ে উনার সাথে আলাপ-আলোচনা হয়েছে। তিনি  আমাদেরকে আশ্বস্ত করেন পারিবারিক সদস্যদের মত অতি  যত্নবান হয়ে তাকে অপারেশন করবেন। দোয়া করি পরম আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট আল্লাহ যেন তাহার  রহমত দ্বারা আক্তার মাঝিকে শারীরিক সুস্থতা ও নেক হায়াতে দান করে। আমিন।

আপনার জেলার সংবাদ পড়তে