জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা শাখার জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ নভেম্বর বিকেলে ঈদগাঁও বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ঈদগাঁও উপজেলা কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম।
এতে পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়গুলোর মধ্যে ছিল পূর্ণাঙ্গ কমিটি গঠন, সংগঠনের সদস্য বৃদ্ধিকরণ, বার্ষিক আনন্দ ভ্রমণ, সংগঠনের অফিস স্থাপন, সংগঠন আয়োজিত যে কোন কর্মসূচি ও সভা সমূহে প্রত্যেকের উপস্থিতি নিশ্চিতকরণ সহ সংশ্লিষ্ট বিবিধ বিষয়াদি।
সাধারণ সম্পাদক এম, ছরওয়ার সিফার উপস্থাপনায় সিনিয়রীটির ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন, সদস্য হতে ইচ্ছুক গণমাধ্যম কর্মীদের ফরম পূরণ ও পূরণকৃত ফরম যাচাই-বাছাইয়ের মাধ্যমে সদস্যশীপ প্রদান, আনন্দ ভ্রমণ, অফিস স্থাপনের জন্য ৩ সদস্য বিশিষ্ট উপ- কমিটি গঠন, সন্ধ্যা বা রাত্রে যেকোনো ধরনের মিটিং ও কর্মসূচির আয়োজনসহ সংগঠনের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও আলোকপাত করা হয়। সভায় জনকল্যাণমূলক বেশ কিছু বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়। এতে ঈদগাঁও আলমাছিয়া রোডের বঙ্কিম বাজার এলাকায় ঢাকাইয়া বাজার নামে অশ্লীলতা ও বেহায়াপনার আয়োজনে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানানো হয়। এবং অসামাজিক কার্যকলাপের অনুমতি না দিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
এছাড়া ঈদগাঁও মাছ বাজার এবং কাপড়ের দোকান সমূহে মাছ এবং কাপড়ের প্রকৃত রূপ বদলানোর জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের আলোকসজ্জা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়। এবং এ অপকর্মে সংশ্লিষ্টদের চিহ্নিত পূর্বক আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বাস স্টেশন থেকে বঙ্কিম বাজার এলাকা পর্যন্ত বাজারের প্রধান সড়ক ডিসি রোডের অস্থায়ী দোকান-পাট উচ্ছেদ করতে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করা হয়। কমিটির নেতৃবৃন্দ নির্মাণাধীন ফুটপাতে জন চলাচলের জন্য স্থায়ী পদক্ষেপ নিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম, শফিউল আলম আজাদ, ফ্রিল্যান্স সাংবাদিক এনামুল হক, সদস্য গিয়াস উদ্দিন, মনজুর আলম, রাশেদুল আমির চৌধুরী।