দেশ ও জাতি তাকিয়ে আছে একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচেনের দিকে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ওরংপুর এরিয়া কামন্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
শুক্রবার ( ২১ নভেম্বর)বিকেল চারটায় রংপুর সেনানিবাসের দরবার হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে এই আহ্বান জানান তিনি। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটেন এরিয়া কমান্ডার। তুলে দেন মুক্তিযোদ্ধাদের হাতে বিশেষ সম্মাননা।
এ সময় এরিয়া কমান্ডার কামরুল হাসান , ‘ দেশ ও জাতি তাকিয়ে আছে একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচেনের দিকে। যা অত্যাসন্ন। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন। আমরা যদি আজকে আপনাদের সাথে থাকি। আমরা যদি একিভূত থাকি। আমাদের যদি ঐক্য থাকে। আমরা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ৈ এগিয়ে যাই। তাহলে আমরা জাতিকে একটি অসাধারণ অভূতপূর্ব, দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।সেটাই হবে আমাদের স্বার্থকতা। আমরা আশা করি আমাদের এই যাত্রায় আপনারা যেভাবে ছিলেন।সেভাবেই আমাদেরকে সহায়তা দিয়ে যাবেন। ’
মেজর জেনারেল কামরুল হাসান এসময় ৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদ গভীরভাবে স্মরণ করেন। বলেন, মহান মুক্তিযুদ্ধ ও ২৪ শে জুলাই অভ্যুত্থান, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা, প্রত্যেকটি ক্রান্তিকাল এবং দুর্যোগ সময়ে সেনাবাহিনী গুরুত্বুপর্ন দায়িত্ব পালন করেছে। এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বরী মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য বৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও পদস্থ সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ অংশনেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও মিলিনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।