সততা শৃঙখলা দেশপ্রেম এই শ্লোগান কে সামনে রেখে ‘সশস্ত্র বাহিনী দিবস’উদযাপন করেন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার লাল-শাপলা প্রাক্তন প্রতিরক্ষা কল্যান সংস্থা। ২১ নভেম্বার শুক্রবার সকালে আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী হলরুমে অবসর সেনা , নৌ, বিমান বাহিনী সদস্যবৃন্দ। সশস্ত্র বাহিনী দিবস পলনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাল-শাপলা প্রাক্তন প্রতিরক্ষা কল্যান সংস্থা সভাপতি চীপ পেটি অফিসার(অব.) মো.আব্দুর রব সরদার।
বক্তব্যরা বলেন, বাংলাদেশের ইতিহাসে ২১ নভেম্বর এমন এক দিন-যে দিনটিকে বলা হয় সম্মান, সাহস আর দেশরক্ষার প্রতীক। ১৯৭১ সালে এ দিনেই একসঙ্গে যুদ্ধে নামে সেনা, নৌ ও বিমানবাহিনী। এই সমন্বিত অভিযানই মুক্তিযুদ্ধকে নিয়ে যায় বিজয়ের আরও কাছে। বক্তব্যরা আরো বলেন এইদিনটি লাল-শাপলা প্রাক্তন প্রতিরক্ষা কল্যান সংস্থা প্রতিবছর পলন করবে।
সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.অলিউল ইসলাম, ভেগাই হালদার পাবলিক একাডেমী সহকারি শিক্ষক মো. ফজলুল হক, সাংবাদিক এসএম ওমর আলী সানি, লাল-শাপলা প্রাক্তন প্রতিরক্ষা কল্যান সংস্থা উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) সরোয়ার শাহ, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) খন্দকার মো. সেলিম, আইন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন তালুকদার, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক সার্জেন (অব.) মো. রুহুল আমিন প্রমূখ।