শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট: ২২ নভেম্বর, ২০২৫, ১২:২৪ পিএম | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ১২:২২ পিএম
শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান

জুলাই গণঅভ্যুত্থানের সময়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, এটি সম্পূর্ণই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণেরই।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি শুক্রবার (২১ নভেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাংলাদেশের নিজের সাংবিধানিক কাঠামোর মধ্যেই বিবেচিত হওয়া উচিত। তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এ ধরনের সিদ্ধান্ত মোকাবিলা করতে সক্ষম।

একই মন্তব্য পাওয়া যায় দ্য ডনের খবরে। মুখপাত্র জানান, বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন এসেছে এবং সবকিছুর জবাব একই, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারপ্রক্রিয়ার অংশ। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে, আমরা এটাকেই সবচেয়ে উপযুক্ত মনে করি।”

এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। রায়ে বলা হয়েছে, গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে তিনি প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, যা সহিংসতা বাড়িয়ে দেয় এবং বহু মানুষের প্রাণহানি ঘটে। ওই ঘটনাকে ঘিরে শুরু হওয়া জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি ক্ষমতাচ্যুত হয়ে ১৫ মাস আগে ভারতে পালিয়ে যান।

রায়ের পর বাংলাদেশ সরকার জানিয়েছে, ভারতে তার অবস্থান অবন্ধুসুলভ আচরণ হিসেবে দেখা হবে, কারণ দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে দিল্লি এ বিষয়ে এখনো সম্মতি জানায়নি। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সবসময় বাংলাদেশের জনগণের শান্তি, স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির পক্ষে কাজ করবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে।