সারিয়াকান্দিতে কৃষকের ঘরে নবান্ন উৎসবের আমেজ

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ১২:৫২ পিএম
সারিয়াকান্দিতে কৃষকের ঘরে নবান্ন উৎসবের আমেজ

সারিয়াকান্দিতে কৃষকের ঘরে নবান্ন উৎসবে আমেজ বিরাজ করছে। কৃষি ভিত্তিক সভ্যতায় আদি কাল থেকে এই উৎসব চলেও তা এখনও বহমান। বাংলা সনের অগ্রহায়ণের প্রথম দিনেই নির্দিষ্ট পরিবারের লোকজন নবান্ন উৎসব  পালন করলে ও কৃষকের ঘরে  অগ্রহাণ মাস জুড়ে উদযাপন করছেন নবান্ন উৎসব ।কৃষক নতুন ধান ঘরে তোলার আনন্দের উৎসব এটি।এরই মধ্যে কৃষকের  বাড়ির আঙিনায় আমন ধানের মৌও গন্ধে বাড়ি মুখরিত।  উপজেলা কৃষি বিভাগের প্রথমত তথ্য মতে এবার বার হাজার তিনশ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। এতে প্রায় লাক্ষাধিক কৃষক প্রত্যক্ষ ভাবে জড়িত। কৃষক পরিবারের প্রতিটি ঘরে পায়েস, হরেক রকমের পিঠা-পুলি, পোলও, মুরি সহ রকমারি স্বাদের খাবার তৈরি করছেন। তাছাড়াও মসজিদে, মাদ্রাসায়  ছিন্নি,  হিন্দু সম্প্রদায়ের পরিবার গুলো ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে অগ্রহায়নের প্রথম দিনেই উদযাপন করেছেন নবান্ন উৎসব।