হবিগঞ্জের মাধবপুর উপজেলা রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় গাঁজাসহ ইব্রাহিম মিয়া ওরুপে টিট ু(৪০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৯। সে উপজেলার রসুলপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার এ.কে.এম শহিদুল ইসলাম জানান শনিবার ভোররাতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাধবপুর থানা পুলিশে সোর্পদ করা হয়।